অনলাইন ডেস্ক◊◊
অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেছেন, বাংলাদেশ ন্যাপ সকল সময়ই অংশগ্রহন মূলক নির্বাচনের পক্ষে। নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলের অন্য কোন পথ গণতন্ত্রের জন্য শুভ নয়।
শনিবার (৪ নভেম্বর) নির্বাচন ভবনে বাংলাদেশ নির্বাচন কমিশন আহুত সংলাপে অংশগ্রহন করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র পক্ষ থেকে তিনি এসব কথা বলেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
জেবেল রহমান গানি আরো বলেন, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা সকলের দায়িত্ব। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সরকার ও নির্বাচন কমিশনকে এ বিষয়ে আরো বেশী গুরুত্ব প্রদান করতে হবে।
তিনি বলেন, শুধু আওয়ামী লীগ, বিএনপি নয়, ছোট-বড় দল নয়; নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক নিবন্ধিত দলকে অংশগ্রহনে পরিবেশ সৃষ্টি করতে হবে। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে জনগন যাতে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ ও আস্থা তৈরী করতে হবে নির্বাচন কমিশনকে।
সংলাপে প্রধান নির্বাচন কমশিনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নির্বাচন কমশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মোঃ আলমগীর, মোঃ আনিছুর রহমান, নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাংগীর আলম প্রমুখ।