অনলাইন ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মঙ্গলবারের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নেমেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের। ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে হারিয়ে পঞ্চমবারের মত শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমবারের মত শিরোপা জেতা হয়নি দিল্লির। রানার আপ হয়েই সন্তষ্ট থাকতে হয় শ্রেয়াস আইয়ারদের।
জমজমাট এই আসরে চ্যাম্পিয়ন ও রানার আপ পুরস্কার ছাড়াও আকর্ষনীয় অনেক ব্যক্তিগত পুরস্কারও ছিল। কোন ক্যাটাগরিতে কে সেরা হয়েছেন এক নজর দেখে নেওয়া যাক!
ম্যান অব দ্য ফাইনাল
ফাইনাল ম্যাচে অসাধারণ বোলিং করে ম্যাচ সেরা হয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার ট্রেন্ট বোল্ট। ৩০ ওভারে ৩ উইকেট লাভ করেন তিনি। তাছাড়া টুর্নামেন্টের ‘পাওয়ার প্লেয়ার’ও নির্বাচিত হয়েছেন তিনি।
ম্যান অব দ্য সিরিজ
৩০৫ পয়েন্ট নিয়ে আইপিএলের ‘মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার’ বা ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন রাজস্থান রয়্যালসের তারকা বোলার জফরা আর্চার। ১৪ ম্যাচ খেলে ৬.৫৫ ইকোনমিতে আর্চার শিকার করেছেন ২০টি উইকেট। এছাড়া মারকুটে ব্যাটিংয়ে করেছেন ১১৩ রান, হাকিয়েছেন ১০ টি ছক্কা।
অরেঞ্জ ক্যাপ
এবারের আসরে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক লুকেশ রাহুল। ১৪ ম্যাচে তার সংগ্রহ ৬৭০ রান যা টুর্নামেন্টে সর্বোচ্চ। তাই অরেঞ্জ ক্যাপ উঠেছে তারই মাথায়। এছাড়া ‘গেম চেঞ্জার অব দ্য সিজন’ এর পুরস্কারও জিতেছেন তিনি।
পার্পল ক্যাপ
৩০ উইকেট নিয়ে এবারের আইপিলের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন দিল্লির দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। তাই তিনিই জিতেছেন এবারের পার্পল ক্যাপ।
ইমার্জিং প্লেয়ার
নিজের প্রথম আইপিএলেই ৫ অর্ধশতকে ৪৭৩ রান করে ‘ইমার্জিং প্লেয়ার’ নির্বাচিত হয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর ওপেনার দেবদূত পাডিক্কাল।
সুপার স্ট্রাইকার অব দ্য সিজন
১৯১.৪২ স্ট্রাইক রেটে রান করা মুম্বাই ইন্ডিয়ান্সের কাইরন পোলার্ড নির্বাচিত হয়েছেন ‘সুপার স্ট্রাইকার অব দ্য সিজন’।
বেশি ছক্কার পুরস্কার
টুর্নামেন্টে ৩০টি ছক্কা মারা মুম্বাইয়ের ইশান কিশান পেয়েছেন সবচেয়ে বেশি ছক্কা হাকানোর পুরস্কার।
সূত্র: আইপিএল ওয়েবসাইট, ক্রিকবাজ