সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদৎ বাষির্কী উপলক্ষে আওয়ামীলীগের শোক র্যালি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বৃহস্পতিবার দলীয় কার্যালয় হতে শোক র্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সফিউল ইসলাম আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি সৈয়দা খুরশীদ জাহান স্মৃতি, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম সরকার রেজা, সাংগঠনিক সম্পাদক মেহেদী মোস্তফা মাসুম, পৌর আওয়ামীলীগ সভাপতি আহসানুল করিম চাঁদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারসহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামীলীগর নেতাকর্মীগণ।
র্যালি ও আলোচনায় আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। পরে মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
Tags: আওয়ামীলীগের