হাসান মাহমুদ পারভেজ,আখাউড়া:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৭০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে আখাউড়া থানা পুলিশ।
গত বুধবার ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় পৌর শহরের নারায়নপুর বাইপাস সড়ক এলাকা থেকে গলায় দড়ি পেঁচানো অবস্থায় লাশটি দেখতে পেয়ে এলাকার মানুষ পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এই সময় নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এখনো বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি, পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য বৃদ্ধের লাশ ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এই বৃদ্ধ আত্মহত্যা করেছে।
হাসান মাহমুদ পারভেজ