হাসান মাহমুদ পারভেজ, আখাউড়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিষিদ্ধ জাতীয় ঔষুধ ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ ০৩ ফার্মেসী ব্যবসায়ীকে আটক করেছে র্যাব -১৪, ভৈরব ক্যাম্প।
গতকাল বুধবার (২ সেপ্টেম্বর ) সন্ধ্যায় পৌর শহরের সড়ক বাজার অবস্থিত সরকার ও দরদী ফার্মেসিতে অভিযান পরিচালনা করে ১২০৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ ৩ ফার্মেসী ব্যবসায়ীকে আটক করেছে র্যাব -১৪, ভৈরব ক্যাম্প।
অভিযান পরিচালনা করেন ভৈরব-১৪ ক্যাম্পের এ এস পি ও স্পট কমান্ডার মোহাম্মদ বেলায়েত হুসাইন এর নেতৃত্বে র্যাবের একটি দল।
এই সময় বিক্রির জন্য ঔষুধ প্রশাসনের অনুমোদনবিহীন কয়েকটি ঔষধ সংরক্ষণ এবং বিক্রির অপরাধে নিষিদ্ধ মাদক
জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির অপরাধে
দরদী ফার্মেসির স্বত্বাধিকারী আব্দুল আজিজ (৪৫) দরদী ফার্মেসির কর্মচারী যুটন দাস (৪০) এবং সরকার ফার্মেসি সালমান (২৫) কে আটক করা হয়।
জানা যায়, এই ২টি ফার্মেসি দীর্ঘদিন যাবত ঔষধ ব্যবসার অন্তরালে মাদক ব্যবসা করে আসছিল।তাদের বিরুদ্ধে নিয়মিত মাদকের মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে র্যাব।