হাসান মাহমুদ পারভেজ,আখাউড়া প্রতিনিধিঃ
ব্রাহ্মাণবাড়িয়ার আখাউড়ায় ৩ কোটি ৪ লক্ষ টাকা ব্যায়ে ভাটামাথা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্রের ৩ তলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মাননীয় আইন মন্ত্রী এডঃ আনিসুল হক এমপি।
আজ ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার সময় জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউপির ভাটামাথা গ্রামে এক অডিও কনফারেন্সের মাধ্যমে এই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।
ভিত্তিপ্রস্তর উদ্ভোধনকালে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, আখাউড়া উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী অফিসার নূরে-এ আলম,ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভূইয়া, ধরখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফুল হক বাছির,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক সেলিম ভুঁইয়া।