মোঃ গোলাম মোস্তফা,নান্দাইল♦♦
নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের শিবপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের শিবপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হার্ডওয়ারী ,মনোহারী, কাপড়ের দোকান সহ ৬টি ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে।
সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজন সহ ক্ষতিগ্রস্ত ঘর মালিক ও ব্যাবসায়ীগণের কাছ থেকে জানাগেছে, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কাপড় ব্যাবসায়ী মোঃ রতন মিয়া জানান কাপড়ের ব্যবসাটিই আমার সারা জীবনের অর্জন। ৭/৮ লক্ষ টাকা আমার পুঁজি মূহুর্তে আগুনে ছাই হয়ে যাওয়াতে সরকারের সাহায্য ছাড়া চলার আর কোন উপায় নেই।মুদির দোকানী আঃ ছালাম এর ভাই জানান আমার ভাইয়ের ৮/৯ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়ায় সে এখন বাকরুদ্ধ। হার্ডওয়্যার ব্যবসায়ী আমিনুল হক জানান সর্বনাসা আগুনে দোকানটি পুড়ে গিয়ে ৪/৫ লক্ষ টাকা ক্ষতি হয়ে যাওয়া সে এখন হতভম্ব। কাঁচা মাল ব্যবসায়ী, ফখরুল বলেন দৈনন্দিন বেচাকেনা করে তা আয় হত তাই ছিল আমার চলার পথ। আগুনে পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে যাওয়াতে আমি নিঃস্ব।
স্থানীয় ৪ ও ৫ নং ওয়ার্ডের সদস্য যথাক্রমে, অলিউল্লাহ ফকির ও সাইদুল ইসলাম পৃথকভাবে বলেন রাত ৩টার দিকে মানুষের ডাক চিৎকারে ঘুম থেকে উঠে দৌড়ে বাজারে এসে আগুন দেখতে পাই। ফায়ার সার্ভিসকে ফোন দিলে রাত ৪টার দিকে এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৫/৬টি ঘর পুড়ে প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে যায়।
ঘর মালিক আব্বাস আলীর ছেলে মাসুদ বলেন, ফায়ার সার্ভিসের উচিত প্রতিটা বাজারে তাদের মোবাইল নাম্বার ও এলাকার মানুষের সচেতনতা মূলক মহরা প্রদর্শন করা।