অনলাইন ডেস্ক
এবার করোনার কারণে সিনেমা নেই। তাই ভক্তরা মিস করছেন শাকিব খানকে। তবে শাকিব খান আসছেন পর্দায়। বড় পর্দায় নয়, তবে আসছেন।
চিত্রনায়ক নিরব ও ইমনের সঙ্গে আজ ঈদের দিন রাত ৮টায় লাইভে আসবেন শাকিব। লাইভ রেডিওর এই আড্ডায় দুই অনুজ নায়কের সঙ্গে আড্ডা দেবেন কিং খান। ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাবেন। বলবেন নিজের ঈদ উদযাপনের কথাও। শোনাবেন জানা-অজানা অনেক গল্প।
শাকিব খান বলেন, ‘নিরব ও ইমন আমার খুব পছন্দের দুই ছোট ভাই। তাদের সঙ্গে আড্ডাটা বেশ জমজমাট হবে বলেই আশা করছি।’
নিরব বলেন, ‘ঈদ উপলক্ষে স্পেশাল আয়োজন এটি। আমি আর ইমন উপস্থাপনা করব। আমাদের অনেক প্রিয়মুখ এখানে উপস্থিত থাকবেন প্রতিদিন। আজ ঈদের দিন আমাদের সঙ্গী হবেন ইন্ডাস্ট্রির ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। প্রথমবারের মতো কোনো লাইভ অনুষ্ঠানে আসছেন তিনি। আশা করছি, দারুণ সময় কাটবে।’
চিত্রনায়ক ইমন এ প্রসঙ্গে বলেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে আড্ডা সব সময়ই উপভোগ্য। আজ খুব জমিয়ে আড্ডা হবে। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’
এদিকে এটিএন বাংলায় প্রচার হচ্ছে নিরব-ইমনের উপস্থাপনায় সেলিব্রিটি শো। সেখানে অনন্ত-বর্ষা, সাইমন-নিপুণ, শিরিন শিলা-নিঝুম রুবিনাসহ অনেকেই।