স্টাফ রিপোর্টারঃ
জমে উঠেছে ঢাকা ৫ আসনের উপ-নির্বাচন। এ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু অত্র এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকার প্রতীকে ভোট চাচ্ছেন। একইসঙ্গে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের প্রতিশ্রুতি দিচ্ছেন।
মনু অত্র এলাকার ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। একটি ওয়ার্ডে বেশ কয়েকবার উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।
নির্বাচনের প্রচার প্রচারণা আগে তিনি বলেছিলেন, বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ ভোটারদের কাছে যদি একবার যায় আমি ৮ থেকে ১০ বার যাবো। সেই প্রতিশ্রুতি দিয়েই তিনি মাঠ চষে বেড়াচ্ছেন।
মঙ্গলবার ডেমরা এলাকায় ৬৬ নং ওয়ার্ড এলাকায় অসংখ্য নেতাকর্মী নিয়ে তিনি গণসংযোগ চালান। এ গণসংযোগের সময় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মায়া চৌধুরী উপস্থিত ছিলেন।
এ সময় কাজী মনিরুল ইসলাম মনু বলেন, আপনাদের কাছে এসেছি ভোট চাইতে। আমি আপনাদের এলাকার সন্তান। আপনাদের ভোট সমর্থন ও দোয়া নিয়ে আমি সংসদ সদস্য হতে চাই।
তিনি বলেন, আমি সংসদ সদস্য হওয়ার পর আমার এলাকায় উন্নয়নের জোয়ার অব্যাহত রাখব। অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করবো। আপনারা জানেন আমি কেমন মানুষ। একটিবার আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ দিন। ইনশাল্লাহ আপনাদের যে সকল প্রতিশ্রুতি দিয়েছি বেঁচে থাকলে তা বাস্তবায়ন করব।
তিনি বলেন, আজ আমাদের দেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বর্তমান আওয়ামী লীগ সরকারের পরিচালনায় অনেক উন্নত হয়েছে। রাজধানীতেও অনেক উন্নত হয়েছে। রাজধানীতে যানজট মুক্ত করার জন্য ফ্লাইওভার হয়েছে। সরকার বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে যার কারণে যানজট অনেকটা নিয়ন্ত্রণে।
কাজী মনিরুল ইসলাম মনু বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হচ্ছে। সরকারের এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আপনারা নৌকা মার্কায় ভোট দিন।
বিএনপি নেতা সালাউদ্দিনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জানেন আমার বিপক্ষে বিরোধী দলের এক নেতা আছে। তার নাম সালাউদ্দিন আহমেদ তিনি আমাদের যাত্রাবাড়ী কেউ না, শ্যামপুরের মানুষ। ভালো কোনো প্রার্থী নাই এজন্য বিএনপি তাকে ভাড়া করেছে।
মনু বলেন, তিনি অভিযোগ করেছেন আমরা নাকি তার নির্বাচনী প্রচার প্রচারণায় বাধা দিয়েছি। আমি তার উদ্দেশ্যে বলতে চাই, আমরা কেন আপনার নির্বাচনী প্রচার প্রচারণায় বাধা দিব? আপনি আপনার প্রচার প্রচারনা করছেন, আমি আমার মত প্রচার-প্রচারণা করছি, এতে তো সমস্যা হওয়ার কথা না। কাজেই মিথ্যা কথা বলবেন না। আপনিতো মাঠে থাকেন না। মনে হয় বুঝে গেছেন এ এলাকার মানুষ আপনাকে চায় না। মাঠে আসুন ,জনগণ যাকে নির্বাচিত করবে সেই এলাকার সংসদ সদস্য হবে। জনগণের রায়ের উপর আর কোনো রায় নায়।
তিনি বলেন, আপনারা জানেন, এ সরকারের আমলে দেশে অনেক উন্নয়ন হয়েছে। আমি নির্বাচিত হলে আপনাদের পাশে থেকে যাত্রাবাড়ী ৫ আসনকে রাজধানী একটি অন্যতম উন্নয়নমূলক এলাকা হিসেবে আপনাদের সামনে তুলে ধরব।
তিনি বলেন, এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যাবেন, আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থেকে সেবা করে যাব।