সিলেট প্রতিনিধি:
প্রতীকী ছবিপ্রতীকী ছবিহবিগঞ্জের নবীগঞ্জে ঈদের দিন বিলে নৌকা নিয়ে ঘুরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এই দুজন হলো পশ্চিম তিমিরপুর গ্রামের মনাই মিয়ার মেয়ে পপি আক্তার (১০) ও একই গ্রামের সালাম মিয়ার মেয়ে মনি আক্তার (১০)।
গতকাল শনিবার বিকেলে নবীগঞ্জ সদর পশ্চিম তিমিরপুর গ্রামের গজারিয়া বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন পশ্চিম তিমিরপুর গ্রামের পাঁচ শিশু পার্শ্ববর্তী মান্দারকান্দি গ্রামে আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য নৌকায় উঠে। নৌকা নিয়ে গজারিয়া বিলে যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। এ সময় শিশুদের ডুবতে দেখে এক পথচারি এগিয়ে গিয়ে তিনজনকে উদ্ধার করেন। এ সময় দুই শিশু নিখোঁজ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় বিলের পানি থেকে দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ঈদে বেড়াতে গিয়ে নৌকাডুবিতে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধারের পর মরদেহ পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।