প্রকাশ সরকার সুমন◊◊
শিক্ষা মন এবং নৈতিকতার বিকাশ ঘটায়’ এই স্লোগানে রাজধানীর ডেমরায় প্রকৃত শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কোরআনের আলোয় আলোকিত করার লক্ষ্য নিয়ে শুক্রবার সকালে ঐহিত্যবাহী এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এম এ ছাত্তারের ছেলে এম এ বাশার মনিরের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. আব্দুস সালামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী—সমাজসেবক ও ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এস এম রেজা সেলিম।
বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট শিক্ষুনুরাগী—সমাজসেবক ও ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান ডেমরা থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান থানা বিএনপি নেতা মো. হানিফ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলী আহম্মেদ ও কবির হোসেন ভূঁইয়া শ্যামল।
বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক ও গভর্নিংবডির সিদ্ধান্তে নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় ১০ টি সুরা শিক্ষা মুখস্ত করা, কোরআনের আলো ছড়িয়ে দিতে কোরআন শিক্ষা করা ও সুযোগ্য শিক্ষকের মাধ্যমে কম্পিউটারের বেশ কিছু জরুরী বিষয় শিক্ষাগ্রহন বাধ্যতামূলক করা হয়েছে।
এক্ষেত্রে বিষয়ভিত্তিক মূল শিক্ষার পাশাপাশি বাড়তি ওইসব শিক্ষা প্রদানের ব্যবস্থা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বলেন,শীতলক্ষ্যা নদীর তীরে সারুলিয়া এলাকায় ঐহিত্যবাহী এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়টি ১৯৭৬ সালে নিজস্ব জমি প্রদান করে প্রতিষ্ঠা করেন এম এ ছাত্তার। এখানে আজও অন্তর্ভুক্তিমূলক সমতাভিত্তিক শিক্ষা প্রদানে বিশেষ ভূমিকা রেখে চলেছে। বিদ্যালয়টি ডেমরা থানা এলাকায় আজও ঐতিহ্য বহন করে চলেছে বীরদর্পে যা ভবিষ্যতে সকলের প্রচেষ্টায় আরও গৌরবোজ্জল ইতিহাস সৃষ্টি করবে শিক্ষাক্ষেত্রে।