সাহিত্যে ডেস্কঃ
মধুমতী নদীর কুল ঘেঁষে আছে আমার সোনার গ্রাম,
নড়াইল জেলার লোহাগড়া থানা “ইতনা” তাহার নাম।
হাট বাজার আর স্কুল কলেজ সবই আছে এইখানে,
এখনও সবাই ইতনা গ্রামকে আদর্শ বলেই মানে।
হেথা আছে এক জমিদার বাড়ি ইতনা কলেজের কাছে,
সেই জমিদারের কাঠের পালঙ্ক এখনও যাদুঘরে আছে।
এই গ্রামের বাসুদেব বাবু ব্যানার্জী বাড়ির ছেলে,
বাংলাদেশের সমুদ্রে তাহার অনেক জাহাজ মেলে।
মাঠ ভরা হেথায় সবুজ শস্য বিলে শাপলা ফুল,
শিল্পীর আঁকা ছবি বললেও হবেনা একটু ভুল।
কলহ বিবাদ নেইকো হেথা সবে যেন ভাই ভাই,
এমন একটা সোনার গ্রাম সারা বাংলাতেও নাই।
ইতনা আমার অনেক আপন প্রিয় জন্মভূমি,
ইতনাকে ঘিরে কবিতা লিখিলাম আমি ” সুমাইয়া সুমি “।