স্টাফ রিপোর্টার:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রফিট ফাউন্ডেশন-এর বাস্তবায়নে মুসলিম এইড ইউকের দেওয়া শীতকালীন ও হাইজিন প্যাকেজ ৫০৪টি পরিবারের মধ্যে গতকাল শনিবার মৌজা শাখাতী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করা হয়েছে।
নগদ অর্থ ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।
শীতকালীন প্যাকেজের মধ্যে ছিল একটি কম্বল, একটি সুইটার, একজোড়া মোজা, একটি মাঙ্কি টুপি একটি ভেসলিন ও হাইজিন প্যাকেজে ছিল একটি ২০ লিটার বালতি, একটি মক, পাঁচটি লাইফ বয় সাবান, পাঁচটি লাক্স সাবান, এক কেজি ডিটারজেন্ট পাউডার, দুটি ন্যাপকিন, পঞ্চাশটি সার্জিক্যাল মাক্সসহ ১১৫ পরিবারের জন্য তিন হাজার করে টাকা।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি জাহাঙ্গীর হোসেন, মদাতি ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, দলগ্রাম ইউপি চেয়ারম্যান রবীন্দ্র নাথ বর্মন, মুসলিম এইড ইউকের সিনিয়র অফিসার অলিউল্লাহ।
স্বাগত বক্তব্য রাখেন প্রফিট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক নুরুজ্জামান আহমেদ।
উপস্থিত ছিলেন শাখাতী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম বাবু, শাখাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার।
প্রধান অতিথি বলেন, ষড়ঋতুর পালাবদলে এখন শীতকাল এ ঋতুতে সমাজের গরীব অসহায় ও দুস্থ মানুষের কারণে শীত মোকাবেলা করতে হিমশিম খায় শীতবস্ত্রের অভাবে প্রচণ্ড শীতে অসহায় মানুষগুলোর নানা রোগে ভুগতে থাকে তাদের কথা চিন্তা করে মুসলিম এইড ফাউন্ডেশন এর উদ্যোগ কে আমি স্বাগত জানাই।
মৌজা শাখাতী গ্রামের ৬৫ বছরের বৃদ্ধা জুলিখা বলেন ঠান্ডায় ঘর থেকে বের হওয়া যায় না ঠাণ্ডার ভয়ে বিকেলে ঘরের দরজা বন্ধ করে ঘুমাই কিন্তু ঘুম তো ধরে না কম্বল সহ এসব জিনিস পেয়ে চিন্তামুক্ত হইলাম। ৬২ বছরের বৃদ্ধা কম্বলসহ প্যাকেজ পেয়ে আনন্দে কেঁদে ফেলেন, তিনি বলেন ঠান্ডাত মোক কা ও কম্বল দেয় নাই। এ সময় তিনি দাতা সংস্থা মুসলিম এইড ইউকে ও প্রফিট ফাউন্ডেশন এর জন্য দোয়া করেন।