কেরানীগঞ্জ প্রতিনিধি:
কেরানীগঞ্জে জাল-জালিয়াতির মাধ্যমে জালপর্চা প্রস্তাবপত্রসহ লোকমান হাকিম(৬০) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের সাজা দিয়েছেন কেরানীগঞ্জ দক্ষিন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভীন (তিন্নি)।
সোমবার ৫অক্টোবর দুপুরে দক্ষিন ভূমি অফিসে জালজালিয়াতি করে বাস্তা মৌজার জালপর্চা প্রস্তাবপত্রসহ এলে তার কথায় গরমিল পাওয়া যায় ,তাকে হাতেনাতে আটক করা হয় । পরে কেরানীগঞ্জ দক্ষিন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভীন (তিন্নি) জিজ্ঞাসাবাদ করলে সে তার দোষ স্বীকার করে। পরে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদানের মাধ্যমে দক্ষিন কেরানীগঞ্জ থানার কোনাখোলা ফাঁিড়র সহযোগিতায় কারাগারে প্রেরন করা হয়।
জানায়ায়, লোকমান হাকিম আরসীন গেট এলাকার বাসিন্দা, তার পিতার নাম আব্দুল জব্বার মিয়া । লোকমান বিভিন্ন ভূমি অফিসে দালালী করে।দালালী ও জাল জালিয়াতির মাধ্যমে অর্থআদায় করা তার প্রদান পেশা।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, দক্ষিন কেরানীগঞ্জ ভূমি অফিস দালালমুক্ত করতে আমার অভিযান অব্যাহত থাকবে।এ অফিসে কোন ব্যাক্তি জাল জালিয়াতির কোন সুযোগ নেই।