জাহাঙ্গীর আলম মানিকগঞ্জ সাটুরিয়া প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরীব, দুঃস্থ ও অসহায় ১৫ পরিবারের মাঝে এক বান করে ঢেউটিন ও নগদ ৩০০০ টাকার চেক বিতরণ করা হয়।
একই সময় হরগজ শিমুলিয়া কমিউনিটি ক্লিনিক এবং বরাঈদ হাজিরন নেছা কমিউনিটি ক্লিনিক এর ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ মালেক স্বপন এমপি ও মাননীয় মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান,
জনাব বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো,সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আশরাফুল আলম,সাটুরিয়া উপজেলা ভূমি কর্মকর্তা
সাবিহা ফাতেমাতুজ জোহরা,বালিয়াটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ রহুল আমিন,
এছাড়া সাটুরিয়া উপজেলার প্রত্যেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়গণ, সাংবাদিক বৃন্দ,জেলা ও উপজেলা পর্যায়ের ছোট বড় সকল নেতাকর্মীসহ এলাকার অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী মহোদয় বর্তমান বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে জনগণকে সচেতনতামূলক কথা বলেন এবং ঘরের বাইরে বের হলেই মাস্ক ব্যবহার করতে বলেন। সাটুরিয়া বাসীর প্রয়োজনে এবং গরীর, দুঃস্থ ও অসহায়দের প্রয়োজনে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ ও ত্রাণ বিতরণ কাজ অব্যাহত থাকবে।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, থানা নির্বাহী অফিসার জনাব মোঃ আশরাফুল আলম,বালিয়াটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব রুহুল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে আলোচনামূক বক্তব্য রাখেন।