আমিরুল ইসলাম কবিরঃ
অসহায় মানুষের দু:খ-দুদর্শায় প্রতিনিয়ত পাশে দাড়াচ্ছেন মানব দরদী, মানবতার ফেরিওয়ালা ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ এবং তার প্রতিষ্ঠিত নিউ লাইফ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী বৃন্দ।
গাইবান্ধার পলাশবাড়ীতে অসহায়-দুঃস্থ শ্রমিকদের মাঝে নিউ লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে ৫শ’ কম্বল বিতরণ করা হয়েছে।
আজ (৮ ফেব্রুয়ারি) সকালে গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের শিশু কানন স্কুল এন্ড কলেজ চত্বরে নিউ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ-এর নিজস্ব অর্থায়নে এসব কম্বল বিতরণ করা হয়।
নিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি শাহ্ আব্দুর মো. ছালেক-এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নিউ লাইফ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা পলাশবাড়ী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী সরকার, রশিদুল ইসলাম সরকার, ফাউন্ডেশনের সদস্য রুহুল আমিন মন্ডল,সাধারণ সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান রুবেল,একাংশ প্রেস ক্লাব পলাশবাড়ীর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। শেষে আগত শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণসহ মিষ্টি মুখ করা হয়।
উল্লেখ্য; গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলা এবং রংপুরের পীরগঞ্জ উপজেলায় গত এক সপ্তাহ ধরে রাতে অত্রালাকা ঘুরে অসহায়-দুঃস্থ এবং শীতার্ত মানুষের মাঝে প্রায় ৫ হাজার কম্বল বিতরণ করেন নিউ লাইফ ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের উদ্যোগে মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান,অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ,ভূমিহীন পরিবারকে বাসস্থান তৈরী করে দেয়া,কন্যা দায়গ্রস্ত পরিবারকে সাহায্য সহযোগিতা ছাড়াও বেকার যুবকদের আর্থসামাজিক কল্যাণমূলক কাজে সম্পৃক্ত করাসহ তিন উপজেলার মানুষের ভাগ্য উন্নয়নে লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নিউ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ।
তার এ মহতী উদয়োগকে সকল শ্রেণিপেশার মানুষ সাধুবাদ জানিয়েছেন। সেইসাথে তার এ উদ্যোগ যেনো অব্যাহত থাকে সে আশাবাদ ব্যক্ত করেন অভিজ্ঞমহল। আর এসব মানবিক কাজে এগিয়ে আসায় আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ “মানবতার ফেরিওয়ালা” নামে ভূষিত হয়ে সর্ব মহলে ভূয়সী প্রশংসা পাচ্ছেন।
Tags: গাইবান্ধার