ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা ও পৌর আওয়ামীলীগ সহ তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকল সরকারী-বেসরকারি দপ্তর ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ প্রদর্শন ও বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা কর্মসূচীতে অংশ নেয় উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা স্বা¯’্য ও প. প. কর্মকর্তা ডা. মোহাম্মাদ তৌহিদুল আনোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস.এম মনিরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার দে, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ সহ অনেকে।
শেষে শিশুদের চিত্রাংকন, রচনা প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদেরকে উপজেলা পরিষদ ও উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে উপহার দেয়া হয়।