প্রকাশ সরকার সুমন◊◊
বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে রাজধানীর ডেমরায় বিএনপির সন্ত্রাস, নারকীয় হত্যাযজ্ঞ, নৃশংস হামলা ও নৈরাজ্যে বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে মোটরসাইকেল-মাইক্রোবাস র্যালী কর্মসূচি পালন করা হয়েছে।
আজ (১৩ নভেম্বর) সোমবার সকালে ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা-৫ আসনের প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লার বড় ছেলে মো. মশিউর রহমান মোল্লা সজলের নেতৃত্বে সোমবার কোনাপাড়া এলাকায় এ কর্মসূচী পালন করা হয়।
এ সময় প্রায় ২ হাজার মোটরসাইকেল ও ৫০ টি মাইক্রোবাস—প্রাইভেট কারসহ নেতাকর্মীরা ঢাকা—৫ আসনের ১৪ টি ওয়ার্ডের গুরুত্বপূর্ন পয়েন্ট ও প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
সরকার পতনের লক্ষ্যে ৪র্থ বার বিএনপি—জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা সঅবরোধের দ্বিতীয় দিনে সড়কে কঠোর অবস্থানে ছিল স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দরা। এদিন মো. মশিউর রহমান মোল্লা সজলের নেতৃত্বে স্টাফ কোয়ার্টার ও ডেমরা থানা এলাকার গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ পয়েন্টে প্রতিবাদে সমাবেশ করেন নেতাকর্মীরা। এদিন সর্তক অবস্থানে পাহারা বসিয়েছে নেতাকর্মীরা। একই সঙ্গে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের ওয়ার্ড—ইউনিট আ.লীগ নেতাকর্মী সহ সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দরা।
এতে উপস্থিত ছিলেন, ডিএসসিসির ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মাসুদুর রহমান মোল্লা, ৬৯ নং ওয়ার্ড কাউন্সিলর সালাহ্ উদ্দিন আহম্মেদ, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের যুগ্ম আহবায়ক হাসান মাহমুদ অপু, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাবু সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দরা।