ঢাবি প্রতিবেদক◊◊
বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলাম, পরিচালক (মিডিয়া) শেখ ফয়েজ আহমেদ, পরিদর্শক মোঃ মুন্নাফ হোসেন, তোফাজ্জল হোসেন ভানু, দ্বীন ইসলাম বাদল প্রমুখ।
বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান এম শরিফুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুমহান ঐতিহ্য রক্ষা ও সোনার বাংলা গঠনে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের নেতৃত্বে ভূমিকা রাখবে বলে আশা করেন।
Tags: ঢাকা