নিজস্ব প্রতিবেদক:
দেশে নতুন প্রযুক্তিতে ১১টি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের কাজ চলছে। এ প্রকল্প বাস্তবায়নে চলতি ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দের অর্থ থেকে দ্বিতীয়-তৃতীয় কিস্তি বাবদ ৭৫ কোটি টাকা ছাড়ের সম্মতি দিয়েছে পরিকল্পনা কমিশন।
সম্মতি দেয়ার পর এ অর্থছাড়ের অনুরোধ জানিয়ে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে কমিশন।
চিঠিতে বলা হয়, সুরক্ষা সেবা বিভাগের আওতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের বাস্তবায়নাধীন ১১টি আধুনিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন শীর্ষক প্রকল্পের অনুকূলে ২০২০-২১ অর্থবছরের এডিপিতে বরাদ্দের অর্থ হতে দ্বিতীয়-তৃতীয় কিস্তিবাবদ ৭৫ কোটি টাকা এককালীন অবমুক্তিতে নির্দেশক্রমে সম্মতি প্রদান করা হলো।
চিঠিতে আরও বলা হয়, ‘প্রকল্পটির অনুকূলে অবমুক্তকৃত অর্থ অনুমোদিত প্রকল্পের অনুমোদিত অঙ্গ সংস্থান অনুযায়ী ব্যয় করতে হবে। পাশাপাশি ২০২০-২১ অর্থবছরের আরএডিপিতে যথাযথভাবে প্রতিফলন করতে হবে।
জানা গেছে, দেশের সার্বিক উন্নয়নের সঙ্গে ফায়ার সার্ভিসকে আরও আধুনিক করতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন নির্মাণের পাশাপাশি ১১টি আধুনিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের প্রকল্প হাতে নেয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এজন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬২৯ কোটি ৭৩ লাখ ৫৫ হাজার টাকা। সরকারের নিজস্ব অর্থায়নে ২০২১ সালের ৩০ জুনের মধ্যে এসব স্টেশন স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।