মোঃ সেলিম সরদার,নওগাঁ:
নওগাঁ সদর চন্ডিপুর ইউনিয়নে লটারির মাধ্যমে মাতৃত্বকালীন ভাতা ফরম সংগ্রহ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর)সকাল ১০ ঘটিকায় সময় এই কার্যক্রম শুরু করেন। ফরম সংগ্রহের কার্যক্রম আগামী ২১ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে, এবং লটারির ড্র ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে, একই সাথে বিজয়ী প্রার্থীর তালিকা ঘোষনা করা হবে।
এব্যাপারে চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব মোঃ বেদারুল ইসলাম জানান- পল্লী অঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত গর্ভবতী মহিলাদের অসহায়ত্বের কথা বিবেচনা করে তাদের আর্থিক ও সামাজিক সুরক্ষা দেয়ার জন্য ২০০৭-০৮ অর্থবছর হতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচি গ্রহন করেছে। মহিলা বিষয়ক অধিদপ্তর, বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক এই কর্মসূচিটি বাস্তবায়িত হয়ে আসছে।
পরিবারের ভরন পোষণের জন্য দরিদ্র মহিলাদের অর্থ উপার্যনের জন্য কাজ করতে হয়। কিন্তু গর্ভাবস্থার শেষ দিকে বা মাতৃত্বকালীন অবস্থায় কাজ করা সম্ভব হয় না। পুষ্টিকর খাবার বা ভরণ পোষণের অভাবে মা অসহায় অবস্থায় পড়েন। এই অবস্থা থেকে মুক্ত করতে দরিদ্র মাকে মাতৃত্বকালীন ভাতা দেয়া হয়। কমপক্ষে ২০ বছর থেকে ৩৫ বছর কম বয়সের মাতৃত্বকালীন অবস্থায় যে কোন মহিলা এ সেবা পেতে পারেন। দরিদ্র মা আর্থিক ভাবে লাভবান হয় অর্থের মাধ্যমে পুষ্টিকর খাবার খেতে পারেন অর্থের অভাবে তাকে কষ্ট পেতে হয় না পরিবারের ভরণ পোষণ সম্ভব হয় শিশু স্বাস্থ্য নিশ্চিত হয়। কোন দরিদ্র মা ভাতার জন্য ইউনিয়ন পরিষদে ভাতার জন্য যোগাযোগ করবেন বা নিজের নাম তালিকাভুক্ত করবেন। অথবা ইউনিয়ন পরিষদ থেকে দরিদ্র গর্ভধারিণী মা কতজন আছেন এবং তাদের আর্থিক অবস্থা সম্পর্কে স্থানীয়ভাবে জরিপ এবং তথ্যানুসন্ধান করা হবে। জরিপে প্রাপ্ত তথ্য প্রাথমিক বাছাই সম্পন্ন করা হবে। এরপর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি সরজমিনে পরিদর্শন করে প্রাপ্ত তথ্য পরীক্ষা করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। এই সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জনাব, মোঃ বেদারুল ইসলাম, ইউপি সদস্য / সদস্যরা, ইউপি সচিব ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এবং স্থানীয় জনগন।