নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি♦♦
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৩নং চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।
শনিবার (২২ জুন) বেলা ২ ঘটিকার সময় নিহত আবুল কাশেম ও মোঃ দুলালের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঝগড়ার এক ফাঁকে হামলায় আবুল কাশেম মারাত্মক আহত হয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রোগীর পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে প্রেরণ করে। পিজি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করে।
স্থানীয় সূত্রে জানাগেছে, প্রতিবেশী রফিকুল ইসলাম ওরফে রবির সাথে আবুল কাশেমের বাড়ির পাশের দশ শতক জায়গা ও রাস্তা নিয়ে এক বছর আগে থেকে বিরোধ চলে আসছে।
আরও জানাগেছে, আবুল কাশেমের মামাশ্বশুর দুলাল ও তাঁর পরিবারের লোকজন রবির পক্ষ অবলম্বন করে প্রায় সময় আবুল কাশেম ও তাঁর পরিবারের লোকজনকে গালমন্দ করত।
শনিবার দুপুরেও অনুরূপ আবুল কাশেমকে গালমন্দ করলে স্ত্রী হোসনেয়ারা তাঁর মামা দুলালকে বাড়ির সামনেই গালমন্দের কারণ জানতে চাইলে ঝগড়ার সূত্রপাত হয়।
পরে দুলাল ও তাঁর পরিবারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবুল কাশেমকে মারাত্মকভাবে মারপিটে আহত করে। আবুল কাশেম পেশায় একজন অটো রিকশা চালক ও উক্ত গ্ৰামের আবদুলের পুত্র।
এ বিষয়ে ১৩নং চরবেতাগৈর ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ উদ্দিন এর কাছে জানতে চাইলে ঘটনার সততা স্বীকার করেন।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ জানান, ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়েছে।