নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি♦♦
নান্দাইল উপজেলার ১৩নং চরবেতাগৈর ইউনিয়নের চরকামটখালী গ্ৰামে এই দুর্ঘটনা ঘটে।
সোমবার (৩ জুন ) সকাল ৮টা ৩০ মিনিটের সময় বৃষ্টি আসলে বজ্রপাতে চরকামটখালী গ্ৰামে ব্রহ্মপুত্র নদের পারে তিনটি গরু প্রাণ হারায়।
সরেজমিনে গিয়ে জানা যায়, উক্ত গ্ৰামের ঈসমাইলের পুত্র জামাল উদ্দিনের ২টি বকনা বাছুর ও সুকন মিয়ার ১টি বকনা বাছুর বজ্রপাতে ঘটনা স্থলেই মারা যায়।
২টি গরুর মালিক জামাল জানান, সকালে গরুগুলো নিয়ে বাদাম তূলতে আসি। পাশের খালি জমিতে ঘাস খাওয়ার জন্য বেঁধে রেখে বাদাম উঠানো শুরু করতেই বৃষ্টি আসাতে আমি গরুগুলো রেখেই বাড়িতে চলে যাই।১০/১৫ মিনিট পরেই খবর পাই ঠাডায় আমার গরু মারা গেছে।
সুকন বলেন, সকালে ঘাস খাওয়ার জন্য নদীর পাড়ে বেঁধে রেখে বাড়িতে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয় এবং ঠাডায় আমার গরু মারা যাওয়ার খবর পেয়ে দৌড়ে এসে মৃত অবস্থায় পাই।২ জন মালিক অতি দরিদ্র হওয়ায় এলাকাবাসী সহ সরকারের নিকট সহযোগিতার আবেদন জানান।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক বলেন, বাড়ি থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাস্তবে দেখতে পাই।