বুধবার (২১মে) সকাল সাড়ে ১০ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, ইউনিটি কম্পোজিটের শ্রমিক জানে আলম সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক নূর ইসলাম আক্তার ইউনিটি কম্পোজিটের শ্রমিক মোঃ শাহীন প্রমুখ।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস মালিকরা সব সময় বেপরোয়া আইন-কানুনের ধার ধারে না। তারা ইচ্ছে খুশি মতো কারখানা চালায়। আবার স্বার্থ সুবিধা মতো কারখানা বন্ধ করে দিয়ে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে। বিভিন্ন কারখানায় শ্রমিক ছাঁটাই-নির্যাতন ও মামলা হয়লানি করা হচ্ছে। এসব বন্ধ করে শিল্পের সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। সরকার বদল হয়েছে কিন্তু ধনীক শ্রেণীর রাষ্ট্র ব্যবস্থায় বেপরোয়া মালিক গোষ্ঠীর লাগাম টানা যাচ্ছে না। ফতুল্লা কুতুব আইলের ‘ইউনিটি কম্পোজিট’ এর মালিক আইন-কানুনের তোয়াক্কা না করে হঠাৎ করে গত মার্চ মাসে কারখানা বন্ধ করে দিয়েছে কিন্তু শ্রমিকদের পাওনাদী পরিশোধ করে নাই। শ্রমিকরা চাকরি হারিয়ে দুঃশ্চিন্তায় দিশেহারা। বকেয়া বেতন-ভাতা ও আইনানুগ পাওনা না পেয়ে পরিবার পরিজন নিয়ে চরম বিপদে মানবেতর জীবন-যাপন করছে। ঘর ভাড়া দিতে পারছে না বাড়িওয়ালা অপমান অপদস্ত করছে। মুদি দোকানির বাঁকী টাকার জন্য লাঞ্ছনার শিকার হচ্ছে। শ্রমিকের পাওনা নিয়ে টালবাহানায় মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের হয়রানি করছে। এই অবস্থা চলতে দেয়া যায় না।