নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সদর দেলপাড়া এলাকায় গত শুক্রবার বিকালে ‘স্বদেশ জনকল্যাণ সংস্থা’র উদ্যোগে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘স্বদেশ জনকল্যাণ সংস্থা’র সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান।
বিতরণ শেষে গণমাধ্যমকে তিনি বলেন, ‘এই সংস্থাটির আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয় ২০২০ সালে মে মাস থেকে। এটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক সংগঠন। এই সংস্থার কাজই হচ্ছে সবসময় গণমানুষের কল্যাণে পাশে থেকে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।’
তিনি আরো বলেন, ‘মহামারি করোনার পর থেকেই বিভিন্ন জায়গায় সংস্থার কর্মীরা সাধারণ এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আর্ত মানবতার সেবায় সকলের সহযোগিতা নিয়ে আমরা আরো বহুদূর এগিয়ে যাওয়ার প্রত্যাশা রাখি। ’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শিমুল হোসেন জনি, মো. বাবু, আলম খান, রিপন, কামাল হোসেন, মো. হাসানসহ স্থানীয়গন্যমান্য ব্যক্তিবর্গ।