নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন সাদিপুর এলাকায় গত (৩১ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১’র সিপিএসসি’র অভিযানে তিন ভেজাল কারীকে গ্রেফতার করা হয়। জানাগেছে, অনুমোদনহীন কারখানায় করোনা রোগের ভেজাল ও মানহীন ঔষধ তৈরীর সময় হাতে-নাতে অপরাধীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা মো: নিজাম উদ্দিন (৩৯), মো: খাদেম হোসেন (৩০) ও মো: আমিনুল ইসলাম (১৮)। এসময় কারখানায় তৈরীকৃত অবস্থায় ১৮০ গ্রাম ওজনের ১০২ জার ‘নিহারিকা মান্না’ পাউডার নামক ভেজাল ও মানহীন খাদ্যপণ্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত’দেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানাযায়, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ জেলার সোনারগাঁ থানাধীন সাদিপুর এলাকায় জনৈক ছানোয়ারের বাসা ভাড়া নিয়ে ‘গেøাবাল গেইন কনজুমার প্রোডাক্টস লিঃ’ নামক ফ্যাক্টরী চালিয়ে আসছিল। উক্ত ফ্যাক্টরীতে ‘নিহারীকা’ ব্র্যান্ড নাম দিয়ে করোনা রোগের ভেজাল ও মানহীন ঔষধ ‘নিহারিকা মান্না’ পাউডার উৎপাদন করে করোনা রোগের ঔষধ হিসেবে বাজারজাত করতেন তাঁরা। গ্রেফতারকৃত আসামীরা অনুমোদনবিহীন ক্যামিকেল দ্বারা অস্বাস্থ্যকর পদ্ধতিতে ভেজাল দিয়ে খাদ্যপণ্যের গুণগত মান পরিবর্তন করে উৎপাদন ও বিক্রয় করেন দীর্ঘদিন ধরে। এ খবার গুলো ছিলো জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ও হুমকিস্বরুপ। আরও জানাগেছে, বৈশি^ক করোনা মহামারীর প্রাদুর্ভাবের পরিস্থিতি কাজে লাগিয়ে, সাধারণ ও জন সাধারণের সরলতার সুযোগ কাজে লাগিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে অসাধু উপায় অবলম্বন করেন। যা এধরনের ভেজাল খাদ্য মানুষের জন্য ছিলো অনিরাপদ।
এ বিষয়ে র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপারমোঃ জসিম উদ্দীন চৌধুরী(পিপিএম)বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন চলছে বলে জানান তিনি।