স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জে সোনারগাঁও কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় র্যাব-১১’র অভিযানে দুই পরিবহন চাঁদাবাজ গ্রেফতার হয়। জানাগেছে, কাঁচপুর এলাকার দীর্ঘদিনের সক্রিয় চাঁদাবাজ চক্র মাদক ব্যবসায়ী জিয়া ওরফে ফর্মা ও বাবুল নামে (২৩০২) ভুয়া ভূঁইফোড় একটি সংগঠনের পরিচয় দিয়ে, কিছু সংখ্যাক নেশাখোর চক্র দিয়ে সড়কে পরিবহণ খাতে চাঁদা উত্তালন করেন। এদের নেতৃত্বে থাকা গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১’র সিপিএসসি’র অভিযানে সোনারগাঁ থানাধীন কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় চলাচলরত যাত্রাবাহী পরিবহন বাস থামিয়ে চাঁদা আদায়কালে দুইজন চাঁদাবাজ’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা মোঃ জিয়াউর রহমান@ জিয়া(২৫) ও মোঃ বাপ্পি মিয়া(৪০) । এ সময় তাঁদের দখল হতে চাঁদাবাজির সর্বমোট নগদ সাত হাজার টাকা উদ্ধার করেন।
এ বিষয়ে পরিবহন চালক ও গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায়, জিয়া ও বাবুলের নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় চলাচলরত যাত্রাবাহী পরিবহন বাস থামিয়ে। পরিবহণ চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে, জোরপূর্বক গাড়ী প্রতি ৫০-১০০ টাকা করে চাঁদা আদায় করে আসছেন। কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকার রাস্তায় চলাচলরত যাত্রীবাহী বাস থামিয়ে চাঁদা আদায়কালে উক্ত চাঁদাবাজ চক্রকে গেস্খফতার করতে সক্ষম হন তাঁরা। এ সময় তাঁদের দখল হতে চাঁদাবাজির নগদ ৭ হাজার ৩’শ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে জিজ্ঞাসাবাদে আরও জানাযায়, তারা দীর্ঘদিন ধরে পলাতক এলাকার চিহ্নিত সন্ত্রাস ও সক্রিয় বাহিনী ইকবাল-বাবুল-জিয়া গংরা, আসামীদের পরষ্পর যোগসাজশে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় চলাচলরত যাত্রাবাহী বাস থামিয়ে বাসের চালক ও হেলপারকে গুরুতর আঘাঁতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক ভাবে চাঁদা আদায় করে আসছিলেন। তাঁদের অত্যাচারে পরিবহন চালকরা অতিষ্ঠ পড়েছেন।
কাঁচপুর এলাকার নাম প্রকাশে অনেচ্ছুক ১০/১২ জনে জানান, ইকবাল (৩৫) পিতা হারুন আর রশিদ, জিয়াউর রহমান(৩৫) পিতা ফজলুল হক, বাবুল(৪০) পিতা নুরু মিয়া, হেলাল উদ্দিন(৪৫) পিতা মৃত ওয়াহিদ আলী, সাগর(৩০) পিতা অজ্ঞাত গংরা, সর্বসাং কাঁচপুর সোনাপুর, থানা সোনারগাঁও, জেলা নারায়ণগঞ্জ। গভির রাঁতের আধাঁরে স্থানীয় এলাকায় বাড়ি-ঘর চুরি-ডাকাতি ও পরিবহণ চাঁদাবাজিসহ বিভিন্ন প্রকার অনৈতিক কর্মকান্ডে যুক্ত রয়েছেন তারা। তাঁদের নির্মম অত্যাচারে এলাকার সাধারন মানুষ অতিষ্ট হয়ে পড়েছেন। ইতিপূর্বে, এদের নেতৃত্বে থাকা গত শনিবার সোনারপুর মতিন খান হাউজিংয়ের মধ্যে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেন পুৃলিশ।
র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার- মোঃ জসিম উদ্দীন চৌধুরী (পিপিএম)বলেন, এদরে বিরুদ্ধে সঠিক ভাবে আইনী প্রক্রিয়া চলছে এবং যারা যারা এধরনের অপরাধীর সাথে যুক্ত থাকবে। তাঁদের বিরুদ্ধে কঠিন ভাবে আইনী ব্যবস্থা গ্রহণ করবো বলে জানান তিনি।