অনুপ সিংহ ,নোয়াখালীঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে জনতা ব্যাংকের ৯১৬তম শাখার উদ্বোধন করা হয়।বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সোনাইমুড়ী পৌর শহরের সৈয়দ সফি প্লাজার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জনতা ব্যাংকের সিইও এন্ড এমডি মো. আব্দুস সালাম আজাদ (এফএফ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার একেএম শরিয়ত উল্যাহ (এফসিএ,এসিসিএ), প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (বিডিএমডি) মো. আবুল মনসুর। ব্যাংকের নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. রমজান বাহারের সভাপতিত্বে সহকারী মহাব্যবস্থাপক মো. আবুল হাসনাত আজাদের সার্বিক তত্ত্বাবধানে বক্ত্যব রাখেন ব্যাংকের নোয়াখালী কর্মচারী পরিষদের সভাপতি সামুছল হাসান মিরন, সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার, পৌরসভার প্যানেল মেয়র জহিরুল ইসলাম ভূঁইয়া , প্লাজার স্বত্তাধিকারী সৈয়দ সফি উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বেল্লাল হোসেন পাটোয়ারী, নান্দিয়াপাড়া কলেজের প্রভাষক আবু তাহের, প্রেসক্লাব সাধারণ সম্পাদক বেলাল হোছাইন ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাইন উদ্দিন, ব্যবসায়ী সৈয়দ এনায়েতে রাব্বি, মাসুদুল আলম ফরহাদ, সৈয়দ ফজলে রাব্বি মাসুদ, সৈয়দ নাজমুল হুদা ফরহাদসহ শিক্ষক,সাংবাদিক ও ব্যাংকের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।