অনুপ সিংহ,নোয়াখালী:
নোয়াখালীর সোনাইমুড়ীতে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেল ৪ টার দিকে দিবসটি উপলক্ষে একটি বিশাল র্যালী কলেজ গেইট থেকে শুরু করে সোনাইমুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রেল গেইটে সমাবেশ অনুষ্ঠিত হয় ।
উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় ও আহবায়ক খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু , সহ সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার, জেলা আওয়ামীলীগ সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কিং মোজ্জামেল , উপজেলা আওয়ামীলীগ সাংগঠণিক সম্পাদক মিরন অর রশিদ, সদস্য সামছুল হক মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা নিজাম উদ্দিন নান্নু, মো: মামুন, সিহাব উদ্দিন ভূঁইয়া, তোফাজ্জল হোসেন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক দিলদার হোসেন নোবেল, যুগ্ম আহবায়ক নূর উদ্দিন শামীম, উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি মাইন উদ্দিন, ছাত্রলীগ নেতা রেদওয়ান ভূঁইয়া, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সহ আওয়ামীলীগ ও এর অংঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।