অনুপ সিংহ,নোয়াখালী:
নোয়াখালীতে কৃষি ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু।নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ৮ নং চর এলাহী ইউনিয়নের গাংচিলে এ ঘটনা ঘটে।
জানা যায়,নিহতের নাম আলা উদ্দিন (৩২)। সে ৮নং ওয়ার্ড এর আব্দুর রাজ্জাকের ছোট ছেলে।পেশায় একজন দিনমজুর কৃষক।শুক্রবার দুপুর ১২ টার দিকে কৃষি কাজে পানি সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে গেলে অসতর্ক অবস্থায় বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে।লোকজন তাৎক্ষণিক স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে, ডাক্তার মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে স্থানীয় চেয়ারম্যান আবদুর রাজ্জাক সমবেদনা জ্ঞাপন করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরতে বলেন।উল্লেখ্য নিহত আলা উদ্দিনের ১৮ মাস বয়সে একটি পুত্র সন্তান রয়েছে।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।