অনুপ সিংহ,নোয়াখালী:
সারা দেশে সম্প্রতি নারী ধর্ষণ ও নির্যাতন ব্যাপক হারে বেড়েছে। এসব অপরাধীদের শিকড় কোথায়? কার ছত্রছায়ায় এসব কর্মকান্ড করে যাচ্ছে। এরা দলীয় সাইনবোর্ড ব্যবহার করে বিভিন্ন অপরাধ কর্মকান্ড ঘটিয়ে যাচ্ছে। এদের গডফাদার কারা? আশ্রয় প্রশ্রয় দাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে বলে মানববন্ধনে বক্তব্য রাখেন, সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি ও প্রবীণ সাংবাদিক খোরশেদ আলম।
সমাজে অনাচার-অত্যাচার প্রতিনিয়ত বাড়ছে। নারীর প্রতি লেলুপদৃষ্টি প্রতিহত করতে হবে। বর্তমান সরকার উন্নয়নের সরকার। দেশে আইনশৃংখলা উন্নতি হলেও সমাজে জঘন্যতম অপরাধ ধর্ষণ ও ইভটিজিং ব্যাপক হারে বাড়ায় প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে এসব খবর দেখতে পাই। সরকার কি এসব খবর দেখেন না? এসব অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে সরকারকে। মানববন্ধনে উক্ত কথাগুলো বলেন দেওটি ইউনিয়ন উন্নয়ন আন্দোলনের আহবায়ক ও সাংবাদিক টি.এ সেলিম।
নোয়াখালীর বেগমগঞ্জে মধ্যযুগীয় কায়দায় মায়ের বয়সী নারীকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নান্দিয়াপাড়া বাজারে “দেওটি ইউনিয়ন উন্নয়ন আন্দোলনের” উদ্যোগে মানবন্ধনে বক্তব্য রাখেন, সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক বেলাল হোছাইন ভূঁইয়া, দেওটি ইউনিয়ন উন্নয়ন আন্দোলনের আহবায়ক ও সোনাইমুড়ী প্রেসক্লাব দপ্তর সম্পাদক সাংবাদিক টিএ সেলিম, যুগ্ন সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদ, প্রচার সম্পাদক অনুপ সিংহ, নান্দিয়াপাড়া বাজারের ব্যবসায়ী আবদুল কুদ্দুস মেম্বার, নূর মোহাম্মদ লিটন, মাসুদ আলম প্রমুখ।