আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বিশ্ব সাহিত্য কেন্দ্রের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল (৯ নভেম্বর) সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলা বিশ্ব সাহিত্য কেন্দ্রে ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মফিজুল হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা ইউ.আর.সি ইন্সপেক্টর সোহেল মিয়া, পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক তাহমিনা বেগম,পলাশবাড়ী এস.এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান মিজান,বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য আলিউল ইসলাম বাদল,আবদুল্লাহ আদিল নান্নু,সাইদুর রহমান মাস্টারসহ বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালন করেন নবিউল ইসলাম।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ব সাহিত্য কেন্দ্রের শিক্ষার্থীদের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উপজেলা বিশ্ব সাহিত্য কেন্দ্রের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিক পালিত হয়।