শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুর জেলার সদর উপজেলার পালং ইউনিয়নে পূর্ব কোটা পাড়া গ্রামে ২৬ ডিসেম্বর শনিবার বেলা ১১ ঘটিকার সময় হাজী আমেনা বেগম কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়।
হাজী আমেনা বেগম কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুর রব মুন্সী।
২০১৯-২০২০ অর্থবছরে কমিউনিটি ক্লিনিকটি ২৯ লক্ষ টাকা ব্যায়ে নির্মান করেন শরীয়তপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সোবহান মিয়া, কমিউনিটি ক্লিনিকে জমিদাতা হাজী আমেনা বেগমের ছেলে মোঃ মজিবর খান, পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান গগণ খান, বর্তমান চেয়ারম্যান আবুল দেওয়ান, নশাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল মোল্লা, সাংবাদিক মোঃ মানিক মোল্লা, রোকনুজ্জামান পারভেজসহ আরো অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া শেষে তোবারক বিতরন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য আব্দুর রব মুন্সী বলেন, পূর্ব কোটা পাড়া আমেনা বেগম কমিউনিটি ক্লিনিকটি হওয়ায় প্রত্যান্ত এই গ্রামের মানুষ প্রাথমিক চিকিৎসাগুলো তারা হাতের কাছেই পাবে, এখন তাদের আর শরীয়তপুর সদর হাসপাতালের কষ্ট করে যাওয়ার দরকার হবেনা।