নিজস্ব প্রতিবেদক:
সাবেক উপপ্রধানমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ্ মোয়াজ্জেম হোসেন আজ বুধবার এক বিবৃতিতে বলেছেন, ১৪ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপিকে নিয়ে প্রতিনিয়তই চলছে নানা হঠকারিতা। সম্প্রতি একটি টিভি চ্যানেল ও দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ঘটনায় তারই বহিঃপ্রকাশ। যেখানে প্রকাশিত হয় বি,এন,পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আপোষহীন মানতে রাজি নন বি,এন,পির ভাইস চেয়ারম্যান জনাব শাহ মোয়াজ্জেম হোসেন।
খবরটি প্রকাশ পাওয়া মাত্রই তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং জনগনের মধ্যে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।
প্রকাশিত সংবাদটি শাহ মোয়াজ্জেম হোসেনের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিক তার প্রতিবাদ জানান এবং লিখিত একটি দরখাস্ত পাঠানোর নির্দেশ প্রদান করে বি,এন,পির কেন্দ্রীয় কার্য্যালয়ে। যেখানে লেখা ছিলো সম্প্রতি একটি টিভি চ্যানেল ও দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সংবাদ আমার দৃষ্টিগোচর হয়,ভিডিও তে প্রদর্শিত ও তার ভিত্তিতে পত্রিকায় প্রকাশিত বক্তব্যটি বিক্রিতভাবে প্রচার করা হয়, যা কোন ভাবেই কাম্য নয়। বরং স্বচ্ছ সাংবাদিকতার পরিপন্থী ও বটে।আমার প্রকৃত বক্তব্য কে আড়াল করে খন্ডিত বক্তব্য উদ্দেশ্য প্রনোদিত ভাবে প্রচার করে দল ও জনগণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করাই শুধু নয়,আমার সুদীর্ঘ রাজনীতির ভাবমূর্তি ক্ষুন্ন করার অপপ্রয়াস মাত্র।
বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় দেশনেত্রী এবং দলের চেয়ারপার্সন আমি তার মুক্তি কামনা করি এবং মুক্ত হয়ে তার পছন্দ মত হাসপাতালে সুচিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে জনগনের অধিকার আদায়ের নেতৃত্ব দেবেন, এটাই আমার কাম্য।