আব্দুল হালিম নিশাণ ◊◊
ফিলিস্তিনে মুসলিম-শিশু গণহত্যা থামাতে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় জুম্মার নামাজ আদায় শেষে হাজারো মুসলিম জনতা ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়।
শুক্রবার (১১ এপ্রিল) জুম্মার নামাজ আদায় শেষে কাঁচপুর এলাকার সম্মিলিত সকল মসজিদের মুসল্লী জনতা’দের উদ্যোগে এ সমাবেশের অংশগ্রহণ করা হয়েছে।
বাংলাদেশের মুসলিম জনতার প্রাণের দাবি, মুসলিম গণহত্যা বন্ধ করতে হবে, অন্যথায় দেশে চলমান ইসরাইলি পণ্য ধ্বংস করে এ দেশে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়া হবে। তারা বলেন, ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা থামাতে মুসলিম বিশ্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন।
ইসরাইলি হামলার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত এ র্যালিতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন।
মুসলিম বিশ্বের নীরবতার কারণে ফিলিস্তিনের মানুষ গণহত্যার শিকার হচ্ছে কয়েকটি দেশের মদদে ফিলিস্তিনে গণহত্যা চলছে। এই হত্যাযজ্ঞ থামাতে মুসলিম বিশ্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ। মুসলিম বিশ্বের মোড়লরা সক্রিয়ভাবে পদক্ষেপ নেয়নি।’
ইন্দো-মার্কিন ষড়যন্ত্রের কারণে বছরের পর বছর গণহত্যা চলছে অভিযোগ করে বলেন, ‘জাতিসংঘের কোনো রেজুলেশন তারা মানেনি।’
তারা আরও বলেন, ‘নিরপরাধ নারী পুরুষ শিশুদের হত্যার নৃশংসতা বন্ধে সব রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নারায়ণগঞ্জ সহ দেশের মুসলিম জনতা।
এবিষয়ে কাঁচপুর পশ্চিম বেহাকৈর বেন্ডিসমীল এলাকার জামে মসজিদের ঈমাম মিছিল শুরুতে সকলের অবগতির জন্য বলেন, ইসরাইলি পণ্য বয়কট করতে হবে, কিন্তু প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ কিংবা লুটপাট করা অপরাধ বলে মন্তব্য করেছেন তিনি।
তিনি আরও বলেন, ‘ আমরা সকলে শান্তিপূর্ণ ভাবে মিছিলে অংশগ্রহণ করব। কারও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি আক্রমণ করবো না। আমরা তাঁদের দেশে যেতে না পারলেও, একজন মুসলমানের জিহাদি অধিকার হিসেবে অংশগ্রহণ করা আমাদের সকলের দায়িত্ব।