নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর প্রতিবাদে ও স্থাপনে ষড়যন্ত্রের প্রতিবাদে ১৪ ডিসেম্বর কুষ্টিয়ায় সাংবাদিক মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ।আজ ৭ ডিসেম্বর সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সাংবাদিক বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এ আহ্বান জানান।১৪ ডিসেম্বর কুষ্টিয়ার মাটিতে সাংবাদিকদের সমাবেশের ডাক দিলেন বিএফইউজে-র মহাসচিব শাবান মাহমুদ।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও স্থাপনের ষড়যন্ত্রের প্রতিবাদে আজ বেলা ১১ টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সিনিয়র সাংবাদিক ওবায়দুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন জয়বাংলা সাংবাদিক মঞ্চের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সাবেক সভাপতি কাজী রফিক, সাবেক সাধারন সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নব নির্বাচিত সাধারন সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারন সম্পাদক রাজু আহমেদ, শুকুর আলী শুভ , সিনিয়র সাংবাদিক সুভাষচন্দ্র বাদল, আবু সাঈদ প্রমূখ। সভাপতিত্ব করেন ওবায়দুল হক খান।
বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতা শাবান মাহমুদ আরো বলেন, বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু। সমগ্র বাংলাদেশ বঙ্গবন্ধু। যারা বঙ্গবন্ধুকে মানে না তারা বাংলাদেশে থাকার অধিকার রাখেনা। বাংলাদেশের অস্তিত্বের নাম বঙ্গবন্ধু। যারা বাংলাদেশের অস্তিত্বে আঘাত করেছে তাদের রেহাই নেই। বাংলার মাটিতে স্বাধীনতা বিরোধীদের স্থান হবে না।
তিনি বলেন, হাজার1 971 সালে পরিষ্কার হয়েছে এই দেশ মুক্তিযুদ্ধের চেতনায় চলবে। পাকিস্তানিরা পরাজিত হয়েছে।কাজেই যারা এখন পাকিস্তানের ভাবধারা ফিরিয়ে আনার চেষ্টা করছে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।
শাবান মাহমুদ বলেন, আমরা আগামী 14 ই ডিসেম্বর কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য মুখী কর্মসূচি পালন করব।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন দেশের স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সকল সাংবাদিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলের অংশগ্রহণ প্রত্যাশা করি।
তিনি বলেন, সমাজকে নিয়ে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।
সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ আরো বলেন, উগ্র মৌলবাদী জামাত-শিবির দেশে অস্থিরতা সৃষ্টির জন্য নানামুখী ষড়যন্ত্র করছে।ভেঙ্গে ফেলার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিক সমাজের সাথে প্রতিটি নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে।দেশ উন্নয়ন ও অগ্রগতির শিখরে অবস্থান করছে।
১৪ ডিসেম্বর কুষ্টিয়ার মাটিতে সাংবাদিকদের সমাবেশের ডাক দিলেন বিএফইউজে-র মহাসচিব শাবান মাহমুদ। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও স্থাপনের ষড়যন্ত্রের প্রতিবাদে আজ বেলা 11 টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সিনিয়র সাংবাদিক ওবায়দুল হক খানের সভাপতিত্বে ও জয়বাংলা সাংবাদিক মঞ্চের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সাবেক সভাপতি কাজী রফিক, সাবেক সাধারন সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল আলম,ঢাকা রিপোর্টার্স ইউনিটির নব নির্বাচিত সাধারন সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারন সম্পাদক রাজু আহমেদ, শুকুর আলী শুভ , স্বদেশ প্রতিদিন সম্পাদক রফিকুল ইসলাম রতন,সিনিয়র সাংবাদিক সুভাষচন্দ্র বাদল, মুফদি আহমেদ, ডিইউজের সহ-সভাপতি ম আ কুদ্দুস, সিদ্দিকুর রহমান, হেমায়েত হোসেন, আসাদুজ্জামান, মানিক লাল ঘোষ,আবু সাঈদ প্রমূখ।