বোদা (পঞ্চগড়) প্রতিনিধি♦♦
পঞ্চগড় সদর উপজেলায় বজ্রপাতে শৈল্য বালা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ জুন) সকাল ১১টায় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শৈল্য বালা একই গ্রামের জগেশ চন্দ্র রায়ের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে নিহত শৈল্য বালা তাঁর নিজ বাড়ির কাজ করে বৃষ্টির মধ্যে টিউবওয়েল পাড়ে পানি আনতে যান। এ সময় পাশে থাকা কলার গাছের ওপর বজ্রপাত হলে তিনিও আহত হন। তখন তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লে বাড়ির অন্য সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে হাড়িভাসা ইউপি চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন, নিহত শৈল্য বালার ছোট ভাই হাড়িভাষা ইউনিয়নের ইউপি সদস্য গোবিন্দ চন্দ্র রায় ঘটনাটি আমাকে জানান। পরে বিষয়টি আমি থানা পুলিশকে জানাই।
এদিকে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় জানান, বজ্রপাতে নিহত হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
Tags: বজ্রপাতে