বন্দরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট উপজেলা শাখা ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পাঠাগারের উদ্যোগে ২০২০ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
৬ আগস্ট (বৃহস্পতিবার) সকালে বন্দরের মদনগঞ্জে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পাঠাগারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। তারা বক্তব্যে বলেন, এসএসসি পরীক্ষার্থীদের করোনা পরিস্থিতির কারণে ভর্তি বিলম্বিত হয়েছে। আগামী সপ্তাহে অনলাইনে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। করোনা মহামারি প্রকোপের কারণে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা জীবন আজ হুমকির মুখে পড়েছে। সাধারণ মানুষের সন্তানদের লেখাপড়ার খরচ মেটানো সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে এসএসসি উত্তীর্ণ কতভাগ ছাত্র ভর্তি ব্যয় মিটিয়ে কলেজে যেতে পারবে তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাই আজ শিক্ষার্থীদের চলতি বছরের বেতন– ভর্তি ফি মওকুফ, সরকারের তরফ থেকে নগদ আর্থিক সহযোগিতা প্রদান এবং অনাবাসিক ছাত্রদের বাসাভাড়া–মেসভাড়া মওকুফের দাবি উঠেছে।
নেতৃবৃন্দ সাধারণ পরিবারের সন্তানদের শিক্ষাজীবন রক্ষায় সরকারের তরফ থেকে করোনা পরিস্থিতি বিবেচনায় কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বন্দর উপজেলার আহ্বায়ক মুন্নি সরদার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এছাড়াও বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলা ফোরামের সদস্য আবু নাঈম খান বিপ্লব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তার, বন্দর উপজেলার সদস্য সচিব রাকিবুল হাসান রবিন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পাঠাগারের আহ্বায়ক ফাতেমা আক্তার মুক্তা।