মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বাজার হাসপাতাল মাঠে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির কেন্দ্রীয় নির্বাহী সদস্য দেশীয় চিকিৎসক মো. সারোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির কেন্দ্রীয় পরিষদের মহাসচিব হাকীম হাবীবুর রহমান, কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পরিচালক হাকীম মো. মোস্তাফিজুর রহমান সবুজ, হাকীম মো. সাহিবুর রহমান মানিক, প্রফেসর ডা. রতন গোম্বামী, মো. সেলিম পারভেজ, মো. জসিম উদ্দিন প্রমুখ।
এ সময় বোদা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবু বক্কর সিদ্দিক মহব্বত, বোদা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আসাদুল্লাহ আসাদ, মাড়েয়া বামন হাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল রাজ্জাক, মাড়েয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. তরিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সারোয়ার হোসেন প্রধান, মাড়েয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান জনিসহ বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি বোদা উপজেলা শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি বোদা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন করেন মাড়েয়া বামন হাট ইউনিয়ন শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হাবীবুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি পঞ্চগড় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. ইমান আলী হৃদয়।
পরে বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি বোদা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে মো. সারোয়ার হোসেনকে সভাপতি, মো. জিয়ারুল ইসলাম মিলনকে সাধারণ সম্পাদক ও মো. আল আমিনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
পরে বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি বোদা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে মো. সারোয়ার হোসেনকে সভাপতি, মো. জিয়ারুল ইসলাম মিলনকে সাধারণ সম্পাদক ও মো. আল আমিনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।