এ এইচ নান্টু,রামপাল:
মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের খেয়াঘাট এলাকা থেকে হরিনের মাংসসহ একজনকে আটক করেছে মোংলা থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীররাতে মোংলা থানার এসআই লিটন সংর্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা একটি পাতিলে ভর্তি হরিনের মাংস জব্দ করে। এসময় ওই মাংস রাখার দায়ে গোপালপাল(৪০)’কে আটক করে পুলিশ। আটক গোপাল পটুয়াখালী জেলার গোয়ালিয়া উপজেলার সুকলাল পাল এর সন্তান।
এবিষয়ে মোংলা থানায় একটি মামলা দায়ের শেষে আজ রবিবার গোপাল কে বাগেরহাট আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন মোংলা থানার সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।#