বান্দরবানের লেমুঝিড়ি আগা পাড়া থেকে ৪৯০ পিচ ইয়াবাসহ ১ জনকে আটক করেছে যৌথবাহিনী।
আটক ব্যাক্তির নামঃ শান্তিময় তঞ্চঙ্গ্যা (৩০) সে কুহালং ইউনিয়নের বাকীছড়া এলাকার পিতাঃ জ্যোতিময় তঞ্চঙ্গ্যার ছেলে।
রবিবার (৩ মে) বিকালে লেমুঝিড়ি আগা পাড়ার ইক্ষু গভেষণা কেন্দ্রের সামনে এঘটনা ঘটে।
সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনা জোন ও সেনা রিজিয়নের কর্মকর্তা ও একদল সেনা সদস্য, বিজিবিসহ লেমুঝিড়ি আগা পাড়া এলাকার ইক্ষু গভেষণা কেন্দ্রের সামনে অভিযান চালায়। সেখানে প্যান্টের পকেটে ইয়াবা নিয়ে যাবার সময় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো অবস্থায় প্যান্টের পকেট থেকে ৪৯০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে বান্দরবান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বান্দরবান সেনা জোন ও রিজিয়ণের কর্মকর্তারা জানান, করোনা পাদুর্ভাবের সময় একদল সন্ত্রাসী পাহাড়ে অস্ত্র ক্রয়ের জন্য ইয়াবা ব্যবসা ছাড়াও পাহাড়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও অপহরণসহ নানা ধরণের অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাবার চেষ্ঠা চালাচ্ছে। তাদের এসব কার্যক্রম কঠিনভাবে দমন করতে সেনা অভিযান অব্যহত রয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে বান্দরবান সদর থানার উপ-পুলিশ পরিদর্শক গোবিন্দ কুমার শর্মা বলেন, ইয়াবাসহ একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মামলার পক্রিয়া চলছে।