বিনোদন ডেস্ক◊◊
রাজধানীর গেন্ডারিয়া সূত্রাপুর লোহারপুল জহির রায়হান হল অডিটোরিয়ামে ‘বুকভরা ভালোবাসা, নাটকে হাজারও দর্শকদের মন কেড়েছে।
গত (১লা ডিসেম্বর) শুক্রবার বিকাল সাড়ে ৫ ঘটিকার সময় লোহারপুল জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র হল রুমে রুবেল হোসেন টুকুর ‘রচনা ও পরিচালনায়’ নাটক বুকভরা ভালোবাসা দর্শকদের হৃদয় ছুয়েছে।

এ আলোচিত নাটকের অভিনয়ে ছিলেন, শেখ হাসান,মহারথী,শাহজাহান,সাদেক,আসাদুজ্জামান আসু,বাপ্পি,আনোয়ার,সুমন রঙিলা,প্রখ্যাত অভিনয় শিল্পী ডি.এইচ রানা,নারী চরিত্রে দুলারি,জয়া ও নদী প্রমূখ।