বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের উদয়পুর রাস্তার মাথায় ফরিদের গ্রেজে ব্যাটারিচালিত বোরাক বিক্রি করতে এসে ৩ চোর আটক হয়েছে। স্থানীয় লোক চোরাই কৃত বোরাকসহ তাদেরকে আটক করেন। তারা হলেন লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত মাষ্টার ঢালীর ছেলে শাকিল (২০), ৭নং ওয়ার্ডের সামসুদ্দিনের ছেলে রিপন(২২), আব্দুল খালেকের ছেলে রাকিব(১৮)। বুধবার বিকালে উদয়পুর রাস্তার মাথায় চোরাই কৃত বোরাক সহ আটক করেন স্থানীয়রা। পরে মনিরাম বাজারে হারুন মেম্বারের অফিসে নিয়ে আসেন তাদেরকে। আটক শাকিল, রিপন ও রাকিব বলেন, আমরা লালমোহন মিঠাই বাজার থেকে মঙ্গলবার সন্ধ্যায় বোরাকটি চুরি করি। রাতে বোরহানউদ্দিন বাজার এলাকায় রাখি। বুধবার বিকালে উদয়পুর রাস্তার মাথায় ফরিদের গ্রেজে বোরাকটি বিক্রি করতে আসি। পরে ফরিদ আমাদেরকে স্থানীয়দের হাতে তুলে দেয় । উদয়পুর রাস্তার মাথার বোরাক গ্রেজের দোকান মালিক ফরিদ বলেন, তারা আমার দোকানে বোরাকটি বিক্রি করতে আসে। বোরাকটি কোথায় পয়েছেন আমি তাদেরকে জিজ্ঞাসা করলে তারা চুরি করে এনেছে আমাকে বলেছে। তখন আমি বোরাকটিসহ তাদেরকে স্থানীয়দের হাতে তুলে দেই। স্থানীয় হারুন মেম্বার বলেন, আমার অফিসে স্থানীয়রা ৩ বোরাক চোর নিয়ে আসে। আমরা তাদেরকে জিজ্ঞাসাকরি। তারা বোরাক চুরি করার কথা স্বীকার করেন। আমরা বোরহানউদ্দিন থানায় খবর দেই। পরে পুলিশের কাছে ৩ চোরসহ ব্যাটারীচালিত বোরাক হস্থানান্তর করি।