আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আসন্ন (২৬ ডিসেম্বর) চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ মঙ্গলবার প্রতীক বরাদ্দ করা হয়েছে। ব্রাহ্মন্দী ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সোহেল আহাম্মদ ফুটবল মার্কা প্রতীক পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। বিভিন্ন আলোচনা-সমালোচনা অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচনী প্রতীক পেলেন মেম্বার প্রার্থী সোহেল আহাম্মদ।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আমার বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। উক্ত অপপ্রচারের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানাই। ব্রাহ্মন্দী ইউনিয়ন বাসী ও ৩নং ওয়ার্ডের সকল স্তরের জনগণের কাছে দোয়া ও সমথর্ন চাই। ২৬ ডিসেম্বর সারাদিন, ফুটবল মার্কায় ভোট দিন।