স্টাফ রিপোর্টারঃ
ভান্ডারিয়া ধাওয়া ইউনিয়নের পশারীবুনিয়া এলাকার বিশিষ্ট সমাজ সেবক আব্দুস্ সালাম মিয়া সকল শ্রেনী পেশাজীবী মানুষদেরকে, পবিত্র ঈদুল আযাহার শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক দূরত্ব বজায় রেঁখে ও স্বাস্থ্যবিধি মেনে ঈদ আনন্দ পালন করতে বলা হয়েছে।
এবিষয়ে দৈনিক সকালের কাগজের প্রতিষ্ঠতা আব্দুস্ সালাম মিয়া বলেন, প্রতি বছরের ন্যায় এবছরের ঈদ মানুষের তেমন একটা ভালো কাটবেনা। কেননা বাংলাদেশে (কোভিড-১৯) করোনা ভাইরাস সংক্রমন দেখা দেওয়াতে, মানুষ অনেক অংশে অর্থ নৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং সে সাথে বাংলাদেশের অনেক গ্রাম বাংলায় পানি বন্দিও দেখা দিয়েছে। এতে করে সাধারন মানুষের ঈদরে মজাটা বুঝবেনা। তিনি বলেন, যারা আমাদের দেশের মানুষ ঈদরে মধ্যও কষ্টে আছে, তাই সকলে সকলের জায়গা থেকে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে বলে জানান তিনি।