ভান্ডারিয়া প্রতিনিধিঃ
ভান্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের চেক জালিয়াতি চক্রের মূলহোতা রুহুল আমিনকে গ্রেফতার করেন পুলিশ।জানাগেছে, চেক প্রতারনা মামলায় পলাতক আসামি রুহুল হাওলাদারকে(২১ নভেম্বর) গ্রেফতার করেন ভান্ডারিয়া থানা পুলিশ| সূত্রমতে, ইন্দুরকানি উপজেলা বাসিন্দা তার বিরুদ্ধে চেক প্রতারনা মামলা করে । তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।গ্রেফতার কৃত আসামি রুহুল পিতা মৃত আব্দুল লতিফ হাওলাদারের ছেলে| এবিষয়ে আসামী রুহুল আমিনকে গ্রেফতার করে বিষয়টি নিশ্চত করেন ভান্ডারিয়া থানা পুলিশের এএসআই বাসার।