বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বোদায় ভারতের মহারাষ্ট্রে রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ণ রায় কর্তৃক মহানবী (সা.) ও ইসলাম নিয়ে কটূক্তির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল করা হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বোদা উপজেলা শাখার যুব সমাজের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি বোদা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে বোদা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বোদা বাসষ্ট্যান্ড শহীদ মিনারে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, অধ্যাপক হাফেজ মাওলানা মো. মোজাহার হোসেন, মো. সফিকুল মোহাদ্দেস প্রমুখ।
এ সময় তারা রাসুল (সা.)’কে নিয়ে কটূক্তি করায় তীব্র প্রতিবাদ জানিয়ে মহারাষ্ট্রে রামগীরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রাণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
ব্যবস্থা না নেয়া হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারিও দেন তারা। পরে বিশ্বের মুসলিমদের শান্তি কামনায় মোনাজাত করে শেষ হয়।
Tags: ভারতে