মোঃ ফারুক হোসেন,সিদ্ধিরগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ (২জানুয়ারি )শনিবার সন্ধ্যায় মরহুম হাজী আলতাফ হোসেন মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠীত করা হয়।
এ খেলায় ভিপি স্পোর্টিং ক্লাব ১ গোল ও নিউ শাপলা জুনিয়রস্পোর্টিং ক্লাবকে ০২ গোলে পরাজিত করে।
এ সময় মনোয়ার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মনির হোসেন বলেন, মাদক ও সন্ত্রাস মুক্ত, একটি আলোকিত সমাজ গড়তে শিশু-কিশোরদের লেখা পড়ার পাশাপাশি শারীরিক গঠন ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্বপূর্ণ অপরিসীম।
খেলার প্রাক্কালে বক্তব্যে সাংবাদিক ফারুক হোসেন উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলায় পারে যুবসমাজ-মাদক ও সন্ত্রাস সহ সকল অন্যায় থেকে বিরত রাখতে।
এ সময় সুগন্ধা হসপিটালের স্বত্বাধিকারী হাজী কবির হোসেন বলেন, খেলাধুলা সম্পৃক্ত থাকলে বাজে অভ্যাস গুলো থেকে বিরত থাকা যায়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ ফারুক হোসেন ,হাজী কবির,শাহীন মুন্সি, খোরশেদ আলম, মোঃ তোফাজ্জল হোসেন লাদেন, সুমণ মাহমুদ দিহান ও মোঃ মতিউর রহমান প্রমূখ।