নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের উদ্যোগে টেনিস টুর্ণামেন্টের ২০২০ খেলার আয়োজন করা হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবে এ খেলার ২য় দিনের ম্যাচে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বনাম সোহাগ রনির টিম অংশ গ্রহন করেন।
এ খেলায় জেলা প্রশাসকের সাথে ছিলেন, নারায়ণগঞ্জ ক্লাবের সদস্য মোস্তাফিজুর রহমান ও সোহাগ রনির টিমে ছিলেন সাব্বির আহম্মেদ। হাড্ডাহাড্ডি লড়াই টেনিস টুর্ণামেন্ট খেলায় জেলা প্রশাসকের টিম জয়লাভ করেন।
ইতিপূর্বেও গত মঙ্গলবার (১ ডিসেম্বর) খেলাটির আনুষ্ঠানিক উদ্ধোধন করেছেন নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি ও জেলা ক্রিড়া সংস্থ্যার সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ টিটু। এ খেলায় মোট ২০টি টিম অংশ গ্রহন করবেন। খেলাটির ফাইনাল অনুষ্ঠিত হবে মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর।