নরসিংদী প্রতিনিধি:
মাধবদীতে “সাপোর্ট ফাউন্ডেশন ” নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
“স্বার্বজনিন সেবা” এই স্লোগান নিয়ে একদল তরুণ তাদের কার্যক্রম শুরু করেছে। সংগঠনের সদস্যরা জানায় আমরা মূলত সামাজিক উন্নয়নের লক্ষ্যে সংগঠনটি প্রতিষ্ঠা করেছি। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে সংগঠনের মাধ্যমে সমাজের ধনী -গরিবের মধ্যে সম্পর্ক স্থাপন করা। তাছাড়া আমরা বিভিন্ন সময়ে সমাজের মানুষের জন্য বিভিন্ন আর্থিক ও সামাজিক কার্যক্রম নিয়ে মানুষের কাছে পৌঁছে যাবো। আমাদের সংগঠনটি একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন । এই সংগঠনে দল মত নির্বিশেষে সকলে কাজ করতে পারবে। তারা মনে করেন সকলে মিলে কাজ করলে সমাজে কোন সমস্যা থাকবে না।
সংগঠনটি বিভিন্ন স্কুল পড়ুয়া মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা করা হবে। সমাজের হত-দরিদ্রদের পরিবারের পাশে থাকা, পাশাপাশি অর্থের অভাবে যাতে তাদের সন্তানের লেখা পড়া বন্ধ না হয় সেদিকেও খেয়াল রাখাসহ তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।